আজকের এই যে সুরভির রাত
জানি খাওয়া হয়নি রুটি/ভাত
তবুও কোনোভাবে কম তো নেই-ই
মাথার বা পেটের খিদে মিটলেই
তারপরে শুরু হবে নস্টালজিয়া
কল রাত ম্যায়নে ক্যায়া ক্যায়া কিয়া (check the original script once)
শুধু কাল রাত নয়, প্রিভিয়াস লাইফ
জিএফ পটিয়েছি, বৌ বা তওয়াইফ
যাকে বলে ফ্রাস্ট্রেশান বাড়বে একটুই
এখন মালের ল্যাদে আরেকটু শুই
আরেকটু শুলেই জানি নেশা হবে টাইট
থামস আপ, ফান্টা আর সেই স্প্রাইট
উপরোক্ত টিটোটালারের ককটেল আজ
আমার আবার বাল কসমোপলিটান সাজ
এসবে কেতা বেশি থাকবে বটেই
যেটা হতে চলেছে তার কিছুটা রটেই
তবে আর লেখার সামর্থ নেই বেশি
মনে হচ্ছে চুলে বিলি কাটুক এলোকেশী
যাক যাক, ভুলে যাও, NULL হোক কক্ষ
লাইট অফ করে দিলো বাস কর্তৃপক্ষ
__________
*Mangaluru, Karnataka, India ['15]. I missed my transportation next morning for drinking and, hence, over confidence