Wednesday, February 10, 2021

ক #৩

“তোকে প্রমিস করছি এরপর সিগারেটটা বন্ধ”


এখন দুদিন কেস খাচ্ছি পেলেই সুট্টার গন্ধ


অফিসে সবার খিস্তি খেয়েও স্মোকিং জোনে যাইনা


ভাবছি শুধু তোকেই চাই, বিড়ি টিড়ি চাইনা


বিড়ি অবশ্য লাগেই একটা হাগু করার আগে


প্রমিসে নেই এই ভেবেই রোজ মনের সাথে বার্গেন


সুবিধে হয়েছে দুদিন টানা ছিলাম নাইট শিফটে


এইসব ভেবেই হিরো হচ্ছি যেতে যেতে লিফটে


গার্লফ্রেন্ডকে এগুলো বললাম কিছুক্ষণ আগেই


খুশি হয়ে এক্সট্রা টকটাইম, ভালো একটু লাগেই


রুমমেটরা যদিও চাটলো ঘ্যামটা আমি খেলাম


নিজেকে বলছি ভালই গুরু – সেলাম তোমায় সেলাম


চানটান করে শোবো এবার রাত্তির হলো অনেক


হঠাত বালিশের পাশেই দেখি বাক্সে একপিস ফ্লেক


__________

*Pocharam, Andhra Pradesh, India ['13]

0 comments:

Post a Comment