Wednesday, February 10, 2021

ক #৫

 আজকের এই যে সুরভির রাত

জানি খাওয়া হয়নি রুটি/ভাত

তবুও কোনোভাবে কম তো নেই-ই

মাথার বা পেটের খিদে মিটলেই

তারপরে শুরু হবে নস্টালজিয়া

কল রাত ম্যায়নে ক্যায়া ক্যায়া কিয়া (check the original script once)

শুধু কাল রাত নয়, প্রিভিয়াস লাইফ

জিএফ পটিয়েছি, বৌ বা তওয়াইফ

যাকে বলে ফ্রাস্ট্রেশান বাড়বে একটুই

এখন মালের ল্যাদে আরেকটু শুই

আরেকটু শুলেই জানি নেশা হবে টাইট

থামস আপ, ফান্টা আর সেই স্প্রাইট

উপরোক্ত টিটোটালারের ককটেল আজ

আমার আবার বাল কসমোপলিটান সাজ

এসবে কেতা বেশি থাকবে বটেই

যেটা হতে চলেছে তার কিছুটা রটেই

তবে আর লেখার সামর্থ নেই বেশি

মনে হচ্ছে চুলে বিলি কাটুক এলোকেশী

যাক যাক, ভুলে যাও, NULL হোক কক্ষ

লাইট অফ করে দিলো বাস কর্তৃপক্ষ




__________

*Mangaluru, Karnataka, India ['15]. I missed my transportation next morning for drinking and, hence, over confidence

ক #৪

নিদ্রাদেবীর জাদুপুষ্প যখনই ছোঁয় শরীর


কলুষতা অ্যাটিটিউড সারল্য সব হাওয়া


স্বপ্নে তবু ফরোয়ার্ড হবে হিসেব কানাকড়ির


দৈনিক ভানের, তাও তো একটু, অফ হচ্ছে পাওয়ার


__________

*Pocharam, Andhrapradesh, India ['14]

ক #৩

“তোকে প্রমিস করছি এরপর সিগারেটটা বন্ধ”


এখন দুদিন কেস খাচ্ছি পেলেই সুট্টার গন্ধ


অফিসে সবার খিস্তি খেয়েও স্মোকিং জোনে যাইনা


ভাবছি শুধু তোকেই চাই, বিড়ি টিড়ি চাইনা


বিড়ি অবশ্য লাগেই একটা হাগু করার আগে


প্রমিসে নেই এই ভেবেই রোজ মনের সাথে বার্গেন


সুবিধে হয়েছে দুদিন টানা ছিলাম নাইট শিফটে


এইসব ভেবেই হিরো হচ্ছি যেতে যেতে লিফটে


গার্লফ্রেন্ডকে এগুলো বললাম কিছুক্ষণ আগেই


খুশি হয়ে এক্সট্রা টকটাইম, ভালো একটু লাগেই


রুমমেটরা যদিও চাটলো ঘ্যামটা আমি খেলাম


নিজেকে বলছি ভালই গুরু – সেলাম তোমায় সেলাম


চানটান করে শোবো এবার রাত্তির হলো অনেক


হঠাত বালিশের পাশেই দেখি বাক্সে একপিস ফ্লেক


__________

*Pocharam, Andhra Pradesh, India ['13]

ক #২

 মাস তিন চার                                         অ্যাডভেঞ্চার

সবই তো বেরিয়ে গেলো

সিকিউরিটি                                            মাইসোর সিটি

মে বি রাত্তিরে অ্যাপোলো

পুরো ব্ল্যাকআউট                                    হ্যাংওভার (wow)

লাইফে তিন নাম্বার

টোটাল অনাহার                                     নেশার কী বাহার

চিকেন সুপ বা সাম্বার

আগের লাইনটা                                      তেরে তা ধিনতা

স্রেফ অন্ত্যমিলের জন্যে

আমাদের সালসা                                     অনলি ইন খালসা

বনে ডান্স কেবল বন্যের

যথা বেঙ্গলে মিঠুন                                   চুরি রেপ কি খুন

আর হসপিটালে টেনশন

চাপ টাপ নিসনা                                      সায়েন্স বা কিসনা

সবকিছুর একটু মেনশন

ইন দা কিনো                                         টারান্টিনোর

সিনেমা আসছে না

ভিনোদ এজেন্ট                                      ট্রেনি/পার্মানেন্ট

বোঝা তো যাচ্ছে না

এ কাটাকাটি                                           হচ্ছে মাটি

বিটেক লাইনে ঢুকে

যেমন বেকার তুলি                                  কৌশিক গাঙ্গুলীর

ছবি “শূন্য এ বুকে”

মুভি ভরা জ্ঞান                                       মেসেজে ঘ্যানঘ্যান

আমার লাইফের মতো

শুয়োর যেমন                                        (হয়না মন কেমন?!)

নিয়ে সেক্স, খাওয়া – এই দুটো

হচ্ছে দুঃখ                                                      কিছুটা সূক্ষ্ণ

বাকিটা পুরোই ভোঁতা

যেখানেই যাবো                                               এক্সাম হল, পাব-ও

যাবে না হ্যাবিট চোতার

পাবেতে আবার                                               চোতার কী দরকার

সওয়াল হ্যায় আপকে মন মে

বলবেন “শেম শেম”                               এটাও ওই সেম

শুধু অন্ত্যমিলের জন্যে

একদম ডিপস্কিন                                     বছর চার-তিন

ধরে ঢুকেছে যে অভ্যেস

মালের পর বমি                                                আর ম্যালপ্রাক্টিসিং আমি

এই করে করেই সব শেষ

রাইমের মা বোন                                     এক নিব জীবন

এই করে করেই বালচুল

মার্চ একতিরিশ                                       (মেমরি পরে ছিঁড়িস)

সবাই নেশায় মশগুল

আর সেই রজনী                                     মেমেন্টো/গজনী

সামহাউ একশোউনিশে ফেরা

রাত্তির দেড়টায় উঠে                               টেনশনের চোটে

সবাইকে ফোনে জেরা

নো ক্লিয়ার পিকচার                                 “হয় তো আকছার”

আশায় থাকলাম একথা শুনে

পোস্টিং সব                                          মানাটাই জব

চন্ডীগঢ় কিংবা পুণে

একটা কথাই বাকি                                   ভাগ্যটাই লাকি

বলতে নেই করে গর্ব

যেসব গার্ড সেদিন                                  দিলো না চোদন

কবিতা তাঁদের উতসর্গ


__________

*Mysore, Karnataka, India ['12]. Inspired by the Pashbalish song by Chandrabindoo and the hard hangover days

ক #১

 তোমার এই বাল বিচির কাব্যের পরেই আমার হ্যান্ডেল

আমার মনে আইবিপিএস; যতই বল সান, ডেল

বেসরকারি জব মানেই তো সকাল রাত্তির চোদন

ভুলবে সবরকম মস্তি, সিনেমা, ডাউনলোড-ও

ডাউনলোডধর্মী বাঞ্চোতকর্মী শেষ আমাদের পুড়কি

শুয়োরের বাচ্চা গানে থাকলে খানকির ছেলে দুর কি?!

বাপ-মা তুলে খিস্তি মারতে কেউ করেছে মানা

(বাল) হোস্টেলের পাশেই বাউন্ডারি আর নৈহাটিতে সীমানা


সকালে ডিম, বিকেলেও ডিম, বিরিয়ানি বিষ্যুতে

তোমার গান শোনার পরে যেতে হবে মুখ ধুতে

এবার তোমার রাইম শুনে সবার লাগবে অড ই

কখনো খেতে মন চায় প্যাঁপু, কোলবালিশের বডি

সেই বডিকে হতেই হবে ন্যাংটো আর স্পষ্ট

সেই বডিকে দেখে হাত বান্টুর কাছে ঘষতো

ঘষবো নাকি চুলকাবো এই ভাবনা নিয়েই দ্বন্দ্ব

হ্যাঁ বস তোমার মালে বড় গান্ডু গান্ডু গন্ধ


আইসিআইসিআই তোমার ব্যাঙ্ক আর আমার আছে কী

এখন আমারও “সেম টু ইউ” অবাক হবে – সে কী?!

পুরনো স্ক্রিপ্টের “মেরে পাস মা হ্যায়” এখন আর কেউ খায় না

যতই বল শাটারের ভুত আর মিররসের আয়না

বালের কবিতা, ভাবি সবিতা, সবই হল স্ক্র্যাপ মাল

মাংস নেই, প্রশংসাও নেই, শুধু একটু আধটু কঙ্কাল

আমরা বলছি কন্ডোম টুথপিক এসব গুড ফর নাথিং

Q কি তোমার Rii ভি কভি ঋতুপর্ণা থি


অনুরাগ কাশ্যপ ভুলভাল আর সব ঢপের চপের টুইট

যা ভাল্লাগলো করে হুইস্লব্লো – জাস্ট রাইট নাউ ডু ইট

আর ওই ফেসবুক বার্ষিক ভুলচুক কেরিয়ারে বাম্বু

চালাকচোদার স্ট্যাটাস আপডেট খিস্তিতে টইটম্বুর

মেনফ্রেম বলো অপ্রেম বলো জুটবে গাঁঢ়ের ভাগ্যেই

মাইসোর ডিসির ওয়েলকাম মেসেজ “লাগ গয়ি লাগ গয়ি লাগ গয়ি”

মোমোর ক্রাইসিস, তোমার “আই সী”, কোমরের বেল্ট ঢিলে

আমি মারছি ইয়ার্কি আর তুমি সিরিয়াসলিই নিলে?!


__________

*Mysore, Karnataka, India ['12]. Inspired by the style of Gandu OST and the early days in the 340 acres of campus life