মাস তিন চার অ্যাডভেঞ্চার
সবই তো বেরিয়ে গেলো
সিকিউরিটি মাইসোর সিটি
মে বি রাত্তিরে অ্যাপোলো
পুরো ব্ল্যাকআউট হ্যাংওভার (wow)
লাইফে তিন নাম্বার
টোটাল অনাহার নেশার কী বাহার
চিকেন সুপ বা সাম্বার
আগের লাইনটা তেরে তা ধিনতা
স্রেফ অন্ত্যমিলের জন্যে
আমাদের সালসা অনলি ইন খালসা
বনে ডান্স কেবল বন্যের
যথা বেঙ্গলে মিঠুন চুরি রেপ কি খুন
আর হসপিটালে টেনশন
চাপ টাপ নিসনা সায়েন্স বা কিসনা
সবকিছুর একটু মেনশন
ইন দা কিনো টারান্টিনোর
সিনেমা আসছে না
ভিনোদ এজেন্ট ট্রেনি/পার্মানেন্ট
বোঝা তো যাচ্ছে না
এ কাটাকাটি হচ্ছে মাটি
বিটেক লাইনে ঢুকে
যেমন বেকার তুলি কৌশিক গাঙ্গুলীর
ছবি “শূন্য এ বুকে”
মুভি ভরা জ্ঞান মেসেজে ঘ্যানঘ্যান
আমার লাইফের মতো
শুয়োর যেমন (হয়না মন কেমন?!)
নিয়ে সেক্স, খাওয়া – এই দুটো
হচ্ছে দুঃখ কিছুটা সূক্ষ্ণ
বাকিটা পুরোই ভোঁতা
যেখানেই যাবো এক্সাম হল, পাব-ও
যাবে না হ্যাবিট চোতার
পাবেতে আবার চোতার কী দরকার
সওয়াল হ্যায় আপকে মন মে
বলবেন “শেম শেম” এটাও ওই সেম
শুধু অন্ত্যমিলের জন্যে
একদম ডিপস্কিন বছর চার-তিন
ধরে ঢুকেছে যে অভ্যেস
মালের পর বমি আর ম্যালপ্রাক্টিসিং আমি
এই করে করেই সব শেষ
রাইমের মা বোন এক নিব জীবন
এই করে করেই বালচুল
মার্চ একতিরিশ (মেমরি পরে ছিঁড়িস)
সবাই নেশায় মশগুল
আর সেই রজনী মেমেন্টো/গজনী
সামহাউ একশোউনিশে ফেরা
রাত্তির দেড়টায় উঠে টেনশনের চোটে
সবাইকে ফোনে জেরা
নো ক্লিয়ার পিকচার “হয় তো আকছার”
আশায় থাকলাম একথা শুনে
পোস্টিং সব মানাটাই জব
চন্ডীগঢ় কিংবা পুণে
একটা কথাই বাকি ভাগ্যটাই লাকি
বলতে নেই করে গর্ব
যেসব গার্ড সেদিন দিলো না চোদন
কবিতা তাঁদের উতসর্গ
__________
*Mysore, Karnataka, India ['12]. Inspired by the Pashbalish song by Chandrabindoo and the hard hangover days
0 comments:
Post a Comment