অসীম সময়ে লোকে কী করবে বলো
বাঙালী, চৈনিক, গ্রীক, রোমান বা গল-ও
এইসব বালবিচি চিন্তার অবকাশ
প্রিয়দা, সুষমা হোক, কি মুকুল বা প্রকাশ
সবার লেজারটাইম একইভাবে কাটে
ওই জলসা বা রূপসী, ম্যাক্স আনন্দ বা আটে
বড়জোর একটু আধটু নস্টালজিয়া
শালিমার, গোমসস্যার কি আবদুলমিঞা
আমাদের বেশির ভাগ আঁতেল ইনসাইড
আরেক টাইমপাস আরেকবার ঘুম
স্বপ্নের চেষ্টা, দোষ, সন্ধানী-রুম
নেট না থাকলে অবশ্য ফোনটোন হয়
জামশেদপুর, পানাগড়, মিতালিদি, শুভময়
নেট থাকলে অবশ্য কোনো কথা নেই
গুগল, বিং, ইয়াহু কিংবা টরেন্টেই
আমাদের মজ্জায় আবার অন্যরকম দোষ
ওয়াচোস্কি, কে আব্বাস থেকে ঋতুপর্ণ ঘোষ
অবশ্য এইরকম পিস কম নেই বস
হুতোম থেকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কস
এইটুকু অন্ত্যমিল জোর করেই দেওয়া
চন্দ্রবিন্দুর কিছুটা, বাকি শ্রীজাতর থেকে নেওয়া
এই থেকে মনে পড়লো হেডফোন মাস্ট
অরিজিৎ, সেমিক্লাসিকাল,
আর হ্যাঁ, মাঝে মাঝে গানটানও চলে
__________
*Pocharam, Andhrapradesh [now, Telengana], India ['12]
0 comments:
Post a Comment